
মেহেরপুর প্রতিনিধি
৩১/০৫/২৪
মেহেরপুর জেলা জামায়াতের ইউনিয়ন আমীর ও সভাপতিদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল সাড়ে তিনটার সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখার উদ্যোগে ইউনিয়ন আমীর/সভাপতি সম্মেলন অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা জামায়াতের আমীর মাও, তাজউদ্দীন খানের সভাপতিত্বে জেলা সেক্রেটারি জনাব ইকবাল হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য পেশ করেন কেন্দীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর কুষ্টিয়া অঞ্চল পরিচালক জনাব মোবারক হোসেন, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য পেশ করেন যশোর কুষ্টিয়া অঞ্চল টিম সদস্য জনাব ড. আলমগীর বিশ্বাস, সম্মেলনে আরও বক্তব্য পেশ করেন মেহেরপুর জেলা জামায়াতের নায়েবে আমীর মাও, মাহবুবুল আলম। মেহেরপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য,তিনটা উপজেলা শাখার আমীর সেক্রেটারি,দুইটা পৌরসভা শাখার আমীর সেক্রটারি,বিশটা ইউনিয়নের আমীরগন উপস্থিত ছিলেন।