Home » মেহেরপুর জেলা জামায়াতের নির্বাচনে গণসংযোগ অনুষ্ঠিত।

মেহেরপুর জেলা জামায়াতের নির্বাচনে গণসংযোগ অনুষ্ঠিত।

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
50 ভিউস

মেহেরপুর সংবাদদাতা
০৭/০৭/২৫
মেহেরপুর জেলা জামায়াতের নির্বাচনী গণসংযোগে করেছেন মেহেরপুর – মুজিবনগর ১ আসনের সদস্য প্রার্থী ও মেহেরপুর জেলা জামায়াতের আমীর মাওলানা তাজ উদ্দিন খান,,এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মহাবুব উল আলম, জেলা রাজনৈতিক সেক্রেটারি মাওলানা রুহুল আমিন, সদর উপজেলা আমীর মাওলানা সোহেল রানা, সদর উপজেলা সেক্রেটারি মোঃ জাব্বারুল ইসলাম, সহ আমদাহ ইউনিয়নের জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংযোগ কালে প্রধান বক্তা জেলা জামায়াতের আমীর বলেন আগামী নির্বাচন হবে প্রতিযোগিতামূলক এবং উৎসব মুখর, এই উৎসবমুখর নির্বাচনে কেউ যদি বাধা দিতে আসে তাদেরকে শক্ত হাতে জামায়াতের নেতাকর্মীরা প্রতিহত করবে। ২৪ শে জুলাইয়ের বিপ্লবের পর স্বৈরাচার সরকারের পতন হয়েছে কিন্তু তাদের দোসররা এখনো বাংলাদেশের আনাচে-কানাচে বসে রয়েছে। জুলাইয়ের শহীদের রক্ত বৃথা হতে দেবে না জামায়াতের নেতাকর্মীরা। অতএব নির্বাচন কমিশন আগামী জাতীয় সংসদ নির্বাচন ফ্রী, ফেয়ার ইলেকশন বর্তমান নির্বাচন কমিশ উপহার দেবে এই আশা ব্যক্ত করছে জামায়াতের নেতাকর্মীরা। অতএব ন্যায় ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য সব সময় জামায়াতে ইসলামী বাংলাদেশের কাজ করে যাবে।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন