Home » মেহেরপুর জেলায় এসএসসি ও সমমান, দাখিল, ভোকেশনাল পরীক্ষা শুরু

মেহেরপুর জেলায় এসএসসি ও সমমান, দাখিল, ভোকেশনাল পরীক্ষা শুরু

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
552 ভিউস

মেহেরপুর জেলায় এসএসসি ও সমমান, দাখিল, ভোকেশনাল পরীক্ষা শুরু

মেহেরপুর চিত্র ডেক্সঃ
সারা দেশের ন্যায় মেহেরপুর জেলাতে এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৩ যশোর বোর্ডের অধীনে শুরু হয়েছে।

রবিবার (২৩এপ্রিল-২৩) সকাল ১০টার সময় পরিক্ষা আরম্ভ হয়। মেহেরপুরে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন মেহেরপুর জেলা প্রশাসক আজিজুর ইসলাম।
মেহেরপুর জেলায় তিনটি উপজেলার পরীক্ষার্থীরা পরীক্ষাতে অংশগ্রহণ করছে। এবার জেলায় মোট ২৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

পরীক্ষার্থীর মধ্যে এসএসসি সাধারন ৭৩৭৯ জন, দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করছে ৬৪২ জন এবং ভোকেশনাল বিভাগ থেকে ৯০৫জন শিক্ষার্থী অংশগ্রহন করছে। সকাল দশটার সময় পরীক্ষা শুরু হয়। প্রত্যেকটা পরীক্ষা কেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন