Home » মেহেরপুর জেলার গরু খামারিরা কোরবানির জন্য সম্পন্ন প্রস্তুত

মেহেরপুর জেলার গরু খামারিরা কোরবানির জন্য সম্পন্ন প্রস্তুত

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
537 ভিউস

মেহেরপুর চিত্র

০৭/০৬/২৪

মেহেরপুর জেলার গরু খামারিরা কোরবানির জন্য সম্পন্ন প্রস্তুত রয়েছেন জানিয়েছেন মেহেরপুর গরু খামারীরা । মেহেরপুর সদর উপজেলার আমঝুপি উত্তর পাড়া এলিট ক্যাটেল পার্ক – এর গরু মোটাতাজা করুন ও কোরবানির জন্য গরু প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন এলিট ক্যাটেল পার্ক এর মালিক সাবেক সেনা কর্মকর্তা( ক্যাপ্টেন) গনী উল আজম তিনি সাংবাদিকদের বলেন ৮০ /৮৫ টি ষাঁড় গরু ৩৫/৪০টি মহিষ আগামী কোরবানির জন্য প্রস্তুত করেছেন। সুন্দর গঠন কালার ভালো এবং মোটা তাজা। গরু খামারের মালিক৷ বলেন গরু খামার থেকে যারা গরু ক্রয় করবে তাদের বাসায় পৌঁছে দেয়ার ব্যবস্থা রয়েছে। মেহেরপুর জেলা প্রাণিসম্পদ অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা: মো: হারিছুল আবিদ সাংবাদিকদের বলেন মেহেরপুর জেলায় গরু খামার রয়েছে ২৯ হাজার ৬ শত ০৮ টি। কোরবানির জন্য ষাঁড় গরু ৪১ হাজার ১০০ শত ৭৬ টি, গাভী গরু ২২ হাজার ৮১৬ টি,, ছাগল ২২ হাজার ৮১৯ টি, ভেড়া ৫৫০টি,। মেহেরপুর জেলায় কোরবানির জন্য প্রস্তুত ১ লক্ষ ৯০ হাজার ৮৩৮ টি, জেলার চাহিদা ৯০ হাজার ১৯৩ টি, উদ্ধৃতি থাকবে ১০০৬৪২ টি । এসব ষাঁড় গরু গুলো জেলার বাইরে কোরবানির জন্য বিক্রয় করা হবে বলে জানান খামারিরা । ওয়েভ ফাউন্ডেশনের সহঃভ্যালুচেইন ফ্যাসিলিটেটর মোছাঃ সহিবা খাতুন বলেন আর এমটিপি (RMTP) প্রকল্পের -মাধ্যমে নিরাপদ মাংস ও দুধজাত পণ্যের বাজার উন্নয়ন নিশ্চিত করণের উদ্দেশ্যে গরু মোটাতাজা করণের জন্য সাইলেজ, কাঁচা ঘাস, ইউরোমোলাসেস, দানাদার খাদ্য ভাঙ্গানো মেশিন, দানাদার খাদ্য মেশানো মেশিন, নারিশ ফিড, গরু, ছাগলের ওজন মাপার ডিজিটা লেশিন, মাঠ পর্যায়েএল এসপিদের কুল বক্স, ভ্যাকসিন রাখার জন্য ফ্রিজ প্রদান করেন। মেহেরপুর সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাক্তার ছাকিবুল হাসান বলেন নিয়মিত পরিদর্শন ও পরামর্শ দিয়ে থাকেন খামারীদের । মেহেরপুর জেলা মুজিবনগর উপজেলা দারিয়াপুর গ্রামের গরু খামারি মুস্তাফিজুর রহমান বলেন যদি সরকার পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ায় থেকে গরু আমদানি না করে তাহলে খামারিরা লাভবান হবেন। মেহেরপুর জেলা গাংনী উপজেলা হেমাতপুর ইউনিয়নের চানপুর গ্রামের গরু খামারি একতারুল ইসলাম বলেন সরকার যদি গো-খাদ্যর উপরে ভর্তুকি দিত তাহলে প্রান্তিক খামারিরা কোরবানির সময় গরু কম দামে বিক্রি করতে পারত এবং খামারিরা লাভ হতে পারত ।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন