বারাদী প্রতিনিধি
২২/০৭/২৩
মেহেরপুর জেলায় গ্রীষ্মকালীন শিমের বাম্পার ফলন বাজারে ভালো দাম পেয়ে কৃষককে বেজায় খুশি । মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের বলিয়ারপুর গোরস্থান মাঠে গ্রীষ্মকালীন শিম লাগিয়ে এলাকায় সাড়া ফেলে দিয়েছেন। জানা গেছে মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের বলিয়ারপুর গ্রামের হাসান মল্লিক তিনি একজন পেশায় অটোচালক তিনি সাংবাদিকদের জানিয়েছেন জেলা বাইরে থেকে গ্রীষ্মকালীন শিমের বীজ সংগ্রহ করেছেন এবং ২ বিঘা ৫ কাঠা জমিতে গ্রীষ্মকালীন শিম লাগিয়েছেন। তিনি বলেন শিম গাছে ধরা শুরু করেছে । শিমের মালিক বলেন শিমের খেত থেকে
ব্যাপারীরা ক্রয় করছে ১৮০ টাকা দরে। কৃষকরা বলেন কীটনাশক, সার, এবং লেবারের দাম বৃদ্ধির কারণে শিমের দামটা একটু বেশি। শিমে গাছে গাছে ফুলের ভরপুর । প্রতিদিন আশে পাশে কৃষকরা শিমের গাছ ও ফুল ফল দেখতে আসছে। ফলন ভালো হলে আগামীতে গ্রীষ্মকালীন এই শিম এই অঞ্চলে ব্যাপক চাষ করবে কৃষকরা জানিয়েছেন মেহেরপুর জেলা কৃষি অফিস।
কৃষিবিদ মনিরুজ্জামান উপসহকারী পরিচালক বারাদী বীজ উৎপাদন খামার তিনি বলেন শিমের বীজ লাগানো থেকে ৬০ দিন মধ্যে শিম ধরা পড়বে, কৃষি বিজ্ঞানীরা গবেষণা করে গ্রীষ্মকালীন শিম কিভাবে বাজারে আনা যায় সে ব্যাপারে কাজ করে যাচ্ছে । অতএব সবজির চাহিদা কিছুটা হল মিটাবে বলে তিনি জানান । মেহেরপুর চিত্রর সংবাদদাতা ইউনুস আলী জানান উৎসব জনতা শিমের বাহানের ফুল দেখতে আসছে অনেকের শিমের ডাল ধরে ছবি তুলছেন দর্শনার্থীরা ।
মেহেরপুর জেলায় গ্রীষ্মকালীন সিমের বাম্পার ফলন বাজারে ভালো দাম পেয়ে কৃষককে বেজায় খুশি
মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০