
নিজস্ব সংবাদদাতা
১৫/০৯/২৫
মেহেরপুর জামায়াতের নেতা রুকন মহরম রাশিদুল ইসলামের দোয়ার অনুষ্ঠিত হয়েছে। আজ বাদ এশা মেহেরপুর সদর উপজেলা হিজলী গ্রামের মধ্যপাড়া জামে মসজিদে তার জীবনী, স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর- মুজিবনগর ১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও মেহেরপুর জেলা আমীর মাওলানা তাজউদ্দীন খান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ,জেলা সেক্রেটারি মোঃ ইকবাল হুসাইন, সদর উপজেলা আমীর মাওলানা সোহেল রানা, স্মৃতিচারণ করেন সদর উপজেলা সেক্রেটারি ও আমঝুপি ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মাস্টার জাব্বারুল ইসলাম, আমঝুপি ইউনিয়ন আমীর মোঃ মাহসিন আলী, ইউনিয়ন সেক্রেটারি সহকারী অধ্যাপক রাকিবুল ইসলাম( মুক্ত) দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাড়াদী ইউনিয়ন আমীর মাওলানা আসাদুজ্জামান।দোয়া ও মোনাজাতে মরহুমের সন্তান, ভাই, আত্মীয়-স্বজন গ্রামের মুসল্লিগণ, বিভিন্ন ইউনিটের জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মরহুম রাশেদুল ইসলামের সকল ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে জান্নাতের উচ্চ মাকাম দান করুন আমিন।