Home » মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত মহিলা নিহত

মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত মহিলা নিহত

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
171 ভিউস

মেহেরপুর চিত্র: মেহেরপুর – চুয়াডাঙ্গা সড়কে ব্রাক এবং ইম্প্যাক্টর সামনে সড়ক দুর্ঘটনায় ১ জন অজ্ঞাত মহিলা নিহত হয়েছে । আজ সন্ধ্যা সাড়ে ৬ টার সময় এই সড়ক দুর্ঘটনা ঘটেছে বলে জানান পথচারীরা। পথচারীরা জানান সড়কের পাশে এই মহিলার পড়ে থাকতে দেখে মেহেরপুর ফায়ার বিগেটকে খবর দিলে তারা তাৎক্ষণিকভাবে মহিলাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক মহিলাকে মৃত ঘোষণা করেছেন। এখনো পর্যন্ত এই মহিলার পরিচয় পাওয়া যায়নি বলে জানান মেহেরপুর সদর থানা পুলিশ । স্পটে গিয়ে দেখা যায় মহিলার মাথায় থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন