মেহেরপুর চিত্র
০৫/১০/২৩
মেহেরপুর – চুয়াডাঙ্গা সড়কে হাতিকাটা মোড়ে পাখি ভ্যান-মোটরসাইকেল মুখোমুখী সংঘর্ষে এজাজ আহম্মেদ নিহত হইয়াছে। জানা গেছে আজ বেলা ৩ টার সময় মেহেরপুর সদর উপজেলা পিরোজপুর ইউনিয়নের রাজনগর গ্রামে মোল্লাপাড়ার আলফাজ হোসেনের ছেলে৷ এজাজ আহম্মেদ (২৪) আরওয়ান ফাইভ মোটরসাইকেল নিয়ে চুয়াডাঙ্গা মোটরসাইকেলের শো রুমে কাগজপত্র জমা দিয়ে আসার সময় পথিমধ্যে হাতিকাটা মোড়ে পৌঁছালে অপর দিক থেকে আসা পাখি ভ্যানের সাথে সজরে ধাক্কা মারে , এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যায় এজাজ আহমেদ আশেপাশের লোকজন ছুটে এসে উদ্ধার করে চুয়াডাঙ্গা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এই সড়ক দুর্ঘটনায় মৃত্যুর কথা শুনে আত্মীয়-স্বজনসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে। এজাজ আহমেদের লাশ রাজনগর পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হয়।
মেহেরপুর – চুয়াডাঙ্গা সড়কে হাতেকাটা মোড়ে পাখি ভ্যান-মোটরসাইকেল মুখোমুখী সংঘর্ষে এজাজ আহম্মেদ নিহত
মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০