Home » মেহেরপুর চাঁদবিল মাঠ দিবসে ও কারিগরি আলোচনা ছায়াযুক্ত জায়গায় বস্তায় বারি আদা ২ চাষ।

মেহেরপুর চাঁদবিল মাঠ দিবসে ও কারিগরি আলোচনা ছায়াযুক্ত জায়গায় বস্তায় বারি আদা ২ চাষ।

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
7 ভিউস

মেহেরপুর সংবাদদাতা
১১/১১/২৪
মেহেরপুর চাঁদবিল মাঠ দিবসে ও কারিগরি আলোচনা ছায়াযুক্ত জায়গায় বস্তায় বারি আদা ২ চাষে । মসলা উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প এর আওতায় কৃষক- কৃষাণীদের নিয়ে মাঠ দিবস পালিত হয়েছে। বাড়াদী হর্টিকালচার৷ সেন্টারের উপপরিচালক কৃষিবিদ হাবিবুল ইসলাম খান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ বিজয় কৃষ্ণ হালদার উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মেহেরপুর, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ শামসুল আলম, সহকারি উদ্যান উন্নয়ন কর্মকর্তা আজাদ হোসেন, মেহেরপুর উপজেলা কৃষি কর্মকর্তা জনাব মনিরুজ্জামান, উপসহকারী উদ্যান কর্মকর্তা মোঃ গাউসুল আজম, মোঃ কামরুজ্জামান, মো: রিদাবুল আরফিন, আদা চাষী শিক্ষিত যুবক মুন্সি জাহাঙ্গীর জিন্নাত বলেন বাগানের আশে পাশে পরিতক্ত ফাকা জায়গায় মসলা জাতীয় আদা বস্তার মধ্যে চাষ করে ভালো ভালো ফলনের আশা করছেন।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন