
নিজস্ব সংবাদদাতা
১৫/১২/২৫
মেহেরপুর সদর উপজেলা চাঁদবিল গ্রামে পানিতে ডুবে মধ্যবয়সের নারীর মৃত্যু হয়েছে। এলাকার সূত্রে জানা যায় আজ বৈকাল সাড়ে ৪ টার সময় চাঁদবিল পশ্চিম পাড়ার মোন তাজ আলীর স্ত্রী মনোয়ারা খাতুন (৫৫) সাংসারিক কাজ সেরে প্রায় বৈকাল সাড়ে ৪ টার সময় প্রতিদিনের ন্যায় আজও পাশের চাঁদবিল বিলের সেউটি ঘাটে গোসল করতে নামে কিন্তু পানিতে ডুব দিয়ার পরে আর ওপরে উঠতে পারেনি। এ সময় সঙ্গে থাকার মেয়েরা খোঁজা খুঁজি করতে থাকে এবং গ্রামের আরো লোকজন এসে তাকে পানি থেকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন। মনোয়ারার ছেলে মনিরুল ইসলাম জানান তার মা কোন অসুস্থ ছিল না এবং তিনি প্রতিদিনের ন্যায় আজও গোসল করতে গিয়েছিলেন এই মর্মান্তিক মৃত্যুতে তিনি তার মায়ের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন । এক ছেলে দুই মেয়ে এবং স্বামীকে রেখে গেলেন। এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

