
গাংনী প্রতিনিধি
০৩/০১/২৫
যুবদল নেতা মোঃ আলমগীর হোসেন (৪৫) হত্যার
প্রধান ৩ জন আসামী আটক করেছেন রাপিট অ্যাকশন ব্যাটেলিয়ান। গত শুক্রবার দিবাগত  সহড়াবাড়ীয়া-কামারখালী মাঠের মধ্যে গত রাতের কোন এক সময় একটি বাবলা গাছের নীচে হাত পা বেধে কুপিয়ে ও জবাই করে হত্যা করে আসামিগণ।  যুবদল নেতা  আলমগীর হোসেন (৪৫) হত্যার প্রধান আসামিসহ ৩ জন আসামী কে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে র্যাব-১২, সিপিসি-৩, মেহেরপুর।  আসামীরা হলেন, গাংনী পৌর ৪নংওয়ার্ড এর  চৌগাছা গ্রামের রইচ  উদ্দিনের ছেলে মোঃ রবিউল ইসলাম (বিপ্লব) (৩৬), গাংনী পৌর  ১নং ওয়ার্ড এর বাশঁবাড়িয়া পশ্চিম পাড়ার আব্দুল আউয়ালের ছেলে মোঃ মফিকুল ইসলাম(৩৯)  গাংনী কোদাইলকাটি গ্রামের জামাত আলীর ছেলে মোঃ আলমগীর হোসেন (৪০) কে গ্রেফতার করেছে, র্যাব ১২, সিপিসি, ৩,মেহেরপুর। গাংনী থানা  পুলিশ জানিয়েছেন তদন্তের চলছে। 


 
												 
