Home » মেহেরপুর গাংনী বাঁশ বাগানে মিলল সদ্য ভুমিষ্ট হওয়া নবজাতক

মেহেরপুর গাংনী বাঁশ বাগানে মিলল সদ্য ভুমিষ্ট হওয়া নবজাতক

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
79 ভিউস

গাংনী থেকে সংগ্রাম
(৩০/০৯/২৫):
মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া গ্রামের একটি বাঁশ বাগানে মিলল সদ্য ভুমিষ্ট এক নবজাতক। আজ দুপুরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছে।
তবে কি কারনে কে বা কারা বাচ্চাটিকে ফেলে গেছে তা তদন্ত করছে পুলিশ।
স্থানীয় সুত্রে জানা গেছে, মটমুড়া গ্রামের মসজিদের পাশের বাঁশ বাগানে ফুটফুটে বাচ্চাটি দেখতে পান স্থানীয় লোকজন। তাকে উদ্ধার করে নেওয়া হয় গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ইউকিউবেটর সার্পোটের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সদস্য ভুমিষ্ট হওয়া কন্যা শিশুটি সুস্থ্য রয়েছে।
স্থানীয়লা জানান, ঘটনাস্থল দেখা অনুমান করা হচ্ছে কিছুক্ষণ আগে বাচ্চাটি ভুমিষ্ট হয়েছে।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানি ইসরাইল জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিশুটির পিতা মাতার পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন