Home » মেহেরপুর – গাংনী উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার

মেহেরপুর – গাংনী উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
38 ভিউস

নিজস্ব সংবাদদাতা
০৪/০৭/২৫
মেহেরপুরের গাংনী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফি কামাল পলাশকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বিকেলে গাংনী উত্তরপাড়াস্থ বাড়ির সামনে থেকে গাংনী থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানি ইসরাইল জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলা মামলার সন্দেহভাজন আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। সন্ত্রাস বিরোধী আইনে গেল বছরের নভেম্বর মাসে গাংনী থানায় দায়েরকৃত ওই মামলার আসামি হিসেবে তাকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হবে।
শফি কামাল পলাশ গাংনী উত্তরপাড়ার মৃত কাওসার আলীর ছেলে। তিনি গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের প্রভাষক।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন