Home » মেহেরপুর গাংনী উপজেলায় বিদ্যুতায়িত দুর্ঘটনায় স্বামী- স্ত্রী দুজন নিহত এলাকায় শোকের ছায়া

মেহেরপুর গাংনী উপজেলায় বিদ্যুতায়িত দুর্ঘটনায় স্বামী- স্ত্রী দুজন নিহত এলাকায় শোকের ছায়া

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
92 ভিউস

গাংনী প্রতিনিধি
মেহেরপুর গাংনী উপজেলায়। গাংনী পৌরসভায় ৩ নম্বর ওয়ার্ডে চৌগাছা গ্রামের মুন্নাফের ছেলে রাজমিস্ত্রির কিবরিয়া (৫০) ও তার স্ত্রী রিনা খাতুন আজ বেলা ৩ টার সময় ঘরে থেকে বাইসাইকেল নামাতে গিয়ে সাইকেলের সাথে বিদ্যুতের আর্থিং এর তার বেধে গেলে আর্থিং থেকে বিদ্যুতায়িত হলে
কিবরিয়া বাইসাইকেল সাইকেলের সাথে ধাক্কাধাক্কি করতে থাকে স্বামী, স্ত্রী- রিনা খাতুন বুঝতে পারে স্বামী কিবরিয়া বিদ্যুতায়িত হয়েছে। স্বামীকে বাঁচাতে গিয়ে রিনা খাতুন নিজ
বিদ্যুতায়িত মৃত্যুবরণ হল। এলাকা সূত্রে জানা যায় কিবরিয়া এবং রিনা খাতুনের দাম্পত্য জীবনে ৩ জন কন্যা সন্তান রয়েছে। তিন মেয়ের চিৎকারে আশেপাশের বাড়ির লোকজন ছুটে আসে এবং শুকনো বাঁশ দিয়ে ধাক্কা মেরে বিদ্যুতের কাছ থেকে ছাড়িয়ে নেন তাৎক্ষণিক গাংনী স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে তাদের দুজনকেই মৃত্যু ঘোষণা করেন। ছোট ছোট তিনজন কন্যা সন্তানকে রেখে আল্লাহর ডাকে সাড়া দিয়ে বিদায় নিয়েছেন পৃথিবী ছেড়ে। এতিম শিশুদের মুখ পানে চেয়ে এলাকার সাধারণ মানুষের চোখের পানি ধরে রাখতে পারিনি বলে জানান। হাজার হাজার উৎসব জনতা এই মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন