Home » মেহেরপুর গাংনীতে সড়ক দুর্ঘটনায় সাইফুল ইসলাম নামের এক ব্যবসায়ী নিহত

মেহেরপুর গাংনীতে সড়ক দুর্ঘটনায় সাইফুল ইসলাম নামের এক ব্যবসায়ী নিহত

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
51 ভিউস

গাংনী সংবাদদাতা :-
০১/১০/২৫
মেহেরপুরের গাংনী উপজেলার পোড়াপাড়া নামক স্থানে সড়ক দুর্ঘটনায় সাইফুল ইসলাম মহাজন (৩২) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
সাইফুল ইসলাম মহাজন মেহেরপুর জেলা সদরের দিঘিরপাড়া গ্রামের টুটু মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, সাইফুল ইসলাম নিজের স্যালোইঞ্জিন চালিত যান নছিমনের বিভিন্ন প্রকার মালামাল ডেলিভারি করেন। সন্ধ্যায় গাংনী বাজারে ডেলিভারি শেষে বাড়ি ফিরছিলেন। পোড়াপাড়া নামক স্থানে কোন কারণে তিনি রাস্তার উপর থেমে ছিলেন। এসময় দ্রুতগামী কোন যান তাকে ধাক্কা দিয়ে চলে যায়। স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় রাস্তার উপর পড়ে থাকতে দেখেন। তবে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানি ইসরাইল জানান, ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে। দ্রুতগামী কোন যানের ধাক্কায় তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্তের মধ্য দিয়ে ঘটনার প্রকৃত কারণ বের করার চেষ্টা করছে পুলিশ

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন