যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকল্পে- মেহেরপুর-কুষ্টিয়া সড়ক(ফোর লেন) প্রকল্প নির্মাণ কাজের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদকঃ কুষ্টিয়া ত্রিমোহনী-মেহেরপুর-চুয়াডাঙ্গা-ঝিনাইদহ (আর ৭৪৫) আঞ্চলিক মহাসড়কটির কুষ্টিয়া হতে মেহেরপুর পর্যন্ত যথাযথাই উন্নতি করুন শীর্ষ প্রকল্প নির্মাণ কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২নভেম্বর-২২) সকাল ১০টার সময় মেহেরপুর কলেজ মোড়, সড়ক বিভাগ মেহেরপুর। মেহেরপুর-কুষ্টিয়া সড়ক (ফোর লেন) প্রকল্প নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। মেহেরপুর কলেজ মোড়ে আয়োজিত “৬৪৩ কোটি টাকা ব্যয়ে কুষ্টিয়া ত্রিমোহনী থেকে মেহেরপুর পর্যন্ত রাস্তাটির যথাযথ মান ও প্রশস্ততায় উন্নতি করণ” শীর্ষক প্রকল্পের নাম ফলক উন্মোচন ও নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন। জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপি।
সড়ক ও জনপদ বিভাগ কুষ্টিয়া সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু হানা মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- জনপ্রশাসন মন্ত্রানালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপি।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন, সড়ক ও জনপদ বিভাগ খুলনার অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ আসলাম আলী, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড.আব্দুস সালাম, মেহেরপুর সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. ইয়ারুল ইসলাম, মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী। এ সময় উপস্থিত ছিলেন, সড়ক ও জনপদ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তা এবং মেহেরপুর জেলা আওয়ামী লীগের সকল ইউনিট এবং সহযোগী সংগঠনের সংগ্রামী নেতাকর্মীসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।