
আমঝুপি সংবাদদাতা
১১/০৪/২৫
ওঠাও বাচ্চা, লটারির  ড্র,
নিউ, মা, মাতৃ বস্ত্রালয় এন্ড গার্মেন্টস এর স্বত্বাধিকারী শ্রী, শ্রী, উত্তম কুমার ব্যবসা  প্রতিষ্ঠানে  আকর্ষণে পুরস্কার  ছিলেন  মাহে রমজানের ঈদ উপহার হিসেবে  ৪৯৯ টাকার পণ্য কিনলে শুভেচ্ছা কুপন ক্রেতারা সেই কুপনের আজ ১১ এপ্রিল বৈকাল ৪ টার সময় তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে লটারির ড্র অনুষ্ঠিত হলো। প্রথম পুরস্কার এ,লি ডি টিভি সহ  মোট ২৫ টা  পুরস্কার ক্রেতা হাতে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন  নিউ, মা মাতৃ বস্ত্রালয় এন্ড গার্মেন্টস এর স্বত্বাধিকারী শ্রী, শ্রী, উত্তম কুমার, অতিথি ছিলেন আমঝুপি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম, আমঝুপি বাজার কমিটির সভাপতি এস  ,এম আজফারুল হক (হিরো),বাজার কমিটির যুগ্ম সম্পাদক ও আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক ফয়জুল কবির, বিশিষ্ট সমাজসেবক ক্রীড়াবিদ আসাদুজ্জামান( লিটন) সুপরিচিত  প্রাইভেট টিচার আনিসুর রহমান( পতু), বিশিষ্ট ব্যবসায়ী৷ মো:নাজিমুদ্দিন,বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও মিডিয়াকর্মী সাংবাদিক আকতারুজ্জামান, মোহাম্মদ আমিন, সহ পণ্য   ক্রয়কারী ক্রেতা লটারির সময় উপস্থিত ছিলেন।  

