Home » মেহেরপুর আমঝুপি ঐতিহাসিক নীলকুঠি পাশ দিয়ে কাজলা নদীর পাডে তালের চারা রোপন

মেহেরপুর আমঝুপি ঐতিহাসিক নীলকুঠি পাশ দিয়ে কাজলা নদীর পাডে তালের চারা রোপন

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
51 ভিউস

নিজস্ব সংবাদদাতা
১০/০৭/২৫

মেহেরপুর সদর উপজেলা আমঝুপি ঐতিহাসিক নীলকুঠি পাশ দিয়ে কাজলা নদীর পাডে তালের চারা রোপন করা হয়েছে। আজ বৈকাল সাড়ে ৪ টার সময় তালের চারা রোপনের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা জনাব মনিরুল ইসলাম বিশেষ অতিথি উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কৃষক সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদ হোসেন, অতিথি হিসেবে ছিলেন আমঝুপি ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম, সহ অন্যান্য সহ অন্যান্য উপসহকারী কৃষি অফিসারগণ এ সময় উপস্থিত ছিলেন কৃষক আব্দুর রাজ্জাক সহ আশেপাশের কৃষক গাণ আমঝুপি ঐতিহাসিক নীলকুঠির পাশ দিয়ে বয়ে যাওয়া কাজলা নদীর পাডে প্রায় ৩০০ পিস তালের চারা রোপন
প্রধান অতিথি বলেন আগামীতে মেহেরপুর সদর উপজেলায় তালের চারা আরো রোপন করা হবে।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন