
আমঝুপি সংবাদদাতা
০৪/০৪/২৫
মেহেরপুর সদর উপজেলা আমঝুপি ইউনিয়ন বাসি ফিলিস্তিনি অসহায় ও বৃদ্ধ ও শিশুদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। আমঝুপি ইউনিয়ন বাসীর পক্ষ থেকে ফিলিস্তিনের জন্য ১,৭২,১৭৪ টাকা অনুদান মেহেরপুর জেলা আমীরে হাতে তুলে হয়েছে। অর্থ প্রদানের অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আমঝুপি ইউনিয়ান আমীর মোহাম্মদ মহাসিন আলী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আমীর মাওলানা তাজ উদ্দিন খান, সদর উপজেলা সেক্রেটার মাস্টার জাব্বারুল ইসলাম, আমঝুপি ফাজিল মাদ্রাসার সকারণ শিক্ষক কারী মোহাম্মদ বিল্লাল হোসাইন, হাটপাড়া জামে মসজিদের খতিব মুফতি শামসুল আলম, আমঝুপি পূর্ব পাড়া জামে মসজিদের খতিব মাওলানা মজিবর রহমান, আমঝুপি মধ্যপাড়া জামে মসজিদের খতিব মাওলানা শাহজাহান আলী, মাস্টার আজিজুর রহমান, অনুষ্ঠান পরিচালনা করেন আমঝুপি ইউনিয়ান জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মোহাম্মদ রাফিউল ইসলাম মুক্ত সহ স্থানীয় জনপ্রতিনিধি ও আলেম-ওলামারা গন উপস্থিত ছিলেন। মেহেরপুর জেলা জামায়াতের আমীর সাংবাদিকদের বলেন অসহায়, দোস্ত, বৃদ্ধ ফিলিস্তিনে শিশুদের মেহেরপুরবাসী তথা আমঝুপি ইউনিয়ন সাধারণ মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। মহান সৃষ্টিকর্তার প্রতি লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। সাহায্য ফিলিস্তিনিদের যথাসময়ে পৌঁছে দেয়া হবে ইনশাআল্লাহ।