
মেহেরপুর সংবাদদাতা
২৬/০৮/২৫
অভয়াশ্রম গড়ে তুলি দেশি মাছে দেশ ভরি – এই স্লোগানকে সামনে রেখে ২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় অভ্যন্তরীণ জলাভূমি, বর্ষা প্লাবিত ধানক্ষেত, প্লাবনভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা অবমুক্ত কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার সময় মেহেরপুর পৌর গড়পুকুরে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা সাধন চন্দ্র সরকার, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফাতেমা কামরুন্নাহার আখি, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তারা।
অনুষ্ঠানে মোট আটটি জলাশয়ে প্রায় ৪০০ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়। এতে করে মাছের চাহিদা মিটবে এবং কম দামে অল্প আয়ের মানুষ মাছ কিনতে পারবে বলে জানান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা।