নিজস্ব সংবাদদাতা:
মেহেরপুরে স্পন্দন ওয়েলফেয়ার টাস্ট পরিচালিত স্পন্দন স্কুল ফর স্পেশাল এডুকেশন এর সুবর্ণ নাগরিক শিক্ষার্থীদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। আজ সকালে স্পন্দন স্বিদ্যালয়ের প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। সুবর্ণ নাগরিক চেয়ারপারসন ইমরান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্পন্দন স্কুলের মান্যবর প্রধান শিক্ষক ওয়াহিদুজ্জামান জিলি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পন্দন স্কুলের সেক্রেটারি জেনারেল জেনি আলম পুইয়া। তাছাড়াও উপস্থিত ছিলেন স্পন্দন স্কুলের সম্মানিত শিক্ষিকা ও শিক্ষকমন্ডলী এবং অভিভাবক বৃন্দ।এ সময় সকলের হাতে শীতবস্ত্র ও কম্বল তুলে দেওয়া হয়।
মেহেরপুরে স্পন্দন ওয়েলফেয়ার ট্রাস্টের শিক্ষার্থীদের মাঝে শীত বস্ত্র বিতরণ
মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০