Home » মেহেরপুরে সেনাবাহিনীর অভিযানে পিস্তলসহ যুবক গ্রেপ্তার

মেহেরপুরে সেনাবাহিনীর অভিযানে পিস্তলসহ যুবক গ্রেপ্তার

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
110 ভিউস

ভ্রাম্যমান প্রতিনিধ
(১১/০৮/২৫):
মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়নের আশরাফপুর গ্রামে সেনাবাহিনীর অভিযানে ভারতীয় তৈরি একটি স্যুটার পিস্তলসহ তারিকুল ইসলাম লিখন (৩৪) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়নের আশরাফপুর গ্রামে অভিযান চালিয়ে তারিকুল ইসলাম লিখনকে গ্রেপ্তার করা হয়। তারিকুল ইসলাম লিখন আশরাফপুর গ্রামের মোঃ আমিনুল ইসলামের ছেলে।
আটক তারিকুল ইসলাম লিখনের নামে একটি মামলা দায়ের করা হয়েছে। তাকে মেহেরপুর সদর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন