
মেহেরপুর সংবাদদাতা
২৫ ডিসেম্বর ২০২৫
মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর মুজিবনগর বাইপাস সড়কে ঘন কুয়াশার কারণে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে লিজন (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার আপন মামা প্রবাসফেরত রকিবুল ইসলাম গুরুতর আহত ১জন। গত
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল আনুমানিক ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত লিজন মোনাখালী গ্রামের মফিজুল ইসলামের ছেলে। আহত রকিবুল ইসলাম চকশ্যামনগর গ্রামের শামসুলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, খুব সকালে ঘটনাটি ঘটায় কেউ সরাসরি দেখেনি। তবে স্থানীয় লোকজনের ধারণা, ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই লিজনের মৃত্যু হয়।
আহত রকিবুল ইসলামকে স্থানীয় লোকজন উদ্ধার করে প্রথমে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসকরা তার অবস্থা গুরুতর দেখে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তিনি মৃত্যুর সাথে দুইদিন পাঞ্জা লড়ে চিকিৎসা চলাকালীন রকিবুল ইসলাম মৃত্যুবরণ করেন। মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে শোকের ছায়া নেমে আসে। আজ ২৫ শে ডিসেম্বর সকাল ৯ টার সময় চকশ্যামনগর মাধ্যমিক বিদ্যালয় মাঠে মরহুমের নামাজের জানাজার ইমামতি করেন মেহেরপুর মুজিবনগর ১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের আমীর মাওলানা তাজ উদ্দিন খান। এ সময় এলাকার সাধারণ মানুষসহ জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

