
মেহেরপুর জেলা সংবাদদাতা
১ মে ২০২৫
মেহেরপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভায় আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। গতকাল
বৃহস্পতিবার (১ মে) সকালে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি আব্দুল রউফ মকল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর ১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের জেলা আমীর মাওলানা তাজ উদ্দিন খান, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের জেলা সেক্রেটারি৷ মোহাম্মদ ইকবাল হোসাইন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মোহাম্মদ সাব্বির আহমেদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সেক্রেটারি আবুল কাশেম লিটন, পৌর জামায়াতের আমীর সোহেল রানা ডলার, মেহেপুর সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা সোহেল রানা, সদর সেক্রেটারি মাস্টার জাব্বারুল ইসলাম, সহ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন ইউনিটের সভাপতি সেক্রেটারিগণ অসাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।