- মেহেরপুরে মানবাধিকার ও নৈতিক শিক্ষা শীর্ষক সেমিনার
নিজস্ব প্রতিবেদকঃ মেহেরপুরে মানবাধিকার ও নৈতিক শিক্ষা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(১২ডিসেম্বর-২২) সকালে মেহেরপুর সরকারি মহিলা কলেজের হলরুমে মানবাধিকার ও নৈতিক শিক্ষা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। আয়োজনে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন। সহযোগিতায় হেল্প ফাউন্ডেশন, মেহেরপুর।
মানবাধিকার ও নৈতিক শিক্ষা শীর্ষক সেমিনারে প্রধান আলোচক ও প্রেজেন্টেশন উপস্থাপন করেন- এম.এ মুহিত, আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন কো-অর্ডিনেটর, বাংলাদেশ।
সেমিনারে সভাপতিত্ব করেন- মোঃ মহিদুল ইসলাম, সহ-সভাপতি আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন, মেহেরপুর জেলা শাখা। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- প্রফেসর অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম, মেহেরপুর সরকারি মহিলা কলেজ মেহেরপুর।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- কাজী আশরাফুল আলম, সহযোগী অধ্যাপক বাংলা বিভাগ। বিশেষ অতিথি ছিলের- মোঃ রফিকুল আলম বিশিষ্ট সিনিয়র সাংবাদিক ও কবি। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন- দিলারা জাহান, যুগ্ম-সাধারণ সম্পাদক, আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা কেন্দ্র (আসক) মেহেরপুর জেলা শাখা ও নির্বাহী পরিচালক, হেল্প ফাউন্ডেশন, মেহেরপুর। মেহেরপুরের মানবাধিকার ও নৈতিক শিক্ষা শীর্ষক সেমিনারে মেহেরপুর মহিলা কলেজের ৭৫জন জন ছাত্রী অংশগ্রহণ করে।