Home » মেহেরপুরে মরা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইয়ের কারাদণ্ড

মেহেরপুরে মরা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইয়ের কারাদণ্ড

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
198 ভিউস

ভ্রাম্যমাণ প্রতিনিধি
(২২/০৭/২৫):
মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামে মরা গরু জবাই ও মাংস বিক্রির চেষ্টার অভি-যো-গে হামজা নামের এক কসাইকে ৩ মাসের কা-রা-দণ্ড দিয়েছেন আদালত। দ-ন্ডি-ত হামজা সদর উপজেলার পিরোজপুর গ্রামের পশ্চিমপাড়ার বরকত আলীর ছেলে।

আজ মঙ্গলবার দুপুরে পিরোজপুর গ্রামে অভিযান চালিয়ে, পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ দ-ণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর গ্রামে অভিযান চালিয়ে মরা গরু জ-বাই ও মাংস শহরে সরবরাহের প্রস্তুতির সময় মো. হামজাকে মাংসহ আটক করা হয়। পরে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর ২৪(১) ধারায় তাকে ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন