মেহেরপুরে ভৈরব নদীর পানিতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: মেহেরপুরে ভৈরব নদীর পানিতে ডুবে আকাশ নামের ১২বছরের স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বুধবার (৩এপ্রিল-২৪) দুপুরের সময় মেহেরপুর সদর উপজেলার মেহেরপুর পৌরসভার ৪নং ওয়ার্ড কালাচাঁদপুরের সাজ্জাদ হোসেন ওরফে শ্যামলের পূত্র আকাশ(১২) নামক স্কুল শিক্ষার্থী ভৈরব নদীতে কচুরিপানা কাটতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয়।
স্থানীয় লোকজনের সূত্রে জানাযায়- দুপুরের দিকে ভৈরব নদীতে কচুরিপানা কাটতে যায় এরপর কচুরিপানা কেটে উপরে রেখে নদীতে গোসল করার উদ্দেশ্যে নামলে পানিতে ডুবে যায়। স্থানীয় লোকজন খোঁজাখুজি করলে তার কোন সন্ধান পাওয়া না গেলে উদ্ধারের জন্য ডুবুরীদের খবর দেওয়া হয়। ডুবুরী আসার আগেই পরবর্তিতে নদীতে জাল টেনে প্রায় ২-৩ ঘন্টা পরে অর্থাৎ ইফতারের কিছুক্ষণ পূর্বে সন্ধান পাওয়া গেলে দ্রুত উদ্ধার করে মেহেরপুরে ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তারে মৃত্যু ঘোষনা করে।
উল্লেখ থাকে যে, ভৈরব নদীতে ডুবে যাওয়া সাজ্জাদ হোসেন শ্যামলের ছেলে আকাশ (১২) শেখ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণি ছাত্র ছিলো।