
মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপারসন সাবেক ৩বারের প্রধানমন্ত্রী, মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় মেহেরপুর পৌরসভার ৯নং ওয়ার্ডে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫জানুয়ারি-২৬) মেহেরপুর পৌরসভার ৯নং ওয়ার্ড বিএনপি’র আয়োজনে বিএনপি’র চেয়ারপারসন সাবেক ৩বারের প্রধানমন্ত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদ অরুন। আরোও উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতা কর্মীসহ স্থানীয় মহিলারাসহ নেতা কর্মীগণ।

