Home » মেহেরপুরে বিদেশি অস্ত্র উদ্ধার, আটক ৩ জন

মেহেরপুরে বিদেশি অস্ত্র উদ্ধার, আটক ৩ জন

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
41 ভিউস

মেহেরপুর সংবাদদাতা
০৬/০৯/২৫
মেহেরপুরে বিদেশি পিস্তল, খেলার পিস্তল, ওয়াকিটকি সেট, মাদকদ্রব্য ও সরঞ্জামাদি উদ্ধারসহ ৩ জনকে আটক করেছে যৌথবাহিনী। শনিবার মধ্যরাতে পৌরসভার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামিদের আটক করা হয়। আটককৃতরা হলেন— মেহেরপুর সরকারি বালক বিদ্যালয়পাড়ার আব্দুর রশিদের ছেলে আকাশ ওরফে শাকিল (২৬), বোসপাড়ার জসীম উদ্দীনের ছেলে সজিব (২৭) এবং হালদারপাড়ার হামিদুর শেখের ছেলে রায়হান (৩৬)।
যৌথবাহিনীর সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মেহেরপুর আর্মি ক্যাম্পের নেতৃত্বে একটি সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অস্ত্র, মাদক ও চাঁদাবাজিসহ বিভিন্ন মামলার আসামি আকাশ, রায়হান ও সজিবকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি নকল পিস্তল, তিনটি ওয়াকিটকি সেট ও চার্জার, মাদকদ্রব্য এবং মাদক ব্যবহারের সরঞ্জাম উদ্ধার করা হয়। অভিযান শেষে আটক আসামিগণ এবং জব্দকৃত মালামাল সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানিয়েছেন তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতের প্রেরণের প্রস্তুতি চলছে।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন