Home » মেহেরপুরে বিএনপি ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিক ও জেলার বিএনপির দ্বি-বা‌র্ষিক সম্মেলনে প্রস্তুতি সভা

মেহেরপুরে বিএনপি ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিক ও জেলার বিএনপির দ্বি-বা‌র্ষিক সম্মেলনে প্রস্তুতি সভা

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
47 ভিউস

মুজিবনগর সংবাদদাতা
২৩/০৮/২৫
বিএন‌পির ৪৭তম প্রতিষ্ঠা বা‌র্ষিকী ও আসন্ন মে‌হেরপুর জেলার দ্বি-বা‌র্ষিক স‌স্মেল‌নের প্রস্তু‌তি এবং জেলার ০৫ টি ইউ‌নি‌টের সহ তৃণমূল স্ত‌রের কর্মকা‌ন্ডের সা‌র্বিক মূল্যায়ন ক‌ল্পে বি‌শেষ সভা, সভায় অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার ২৩ অক্টোবর সকাল ১১ টার দিকে মুজিবনগর পর্যটক মোটেল কমপ্লেক্স বিএনপি ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিক ও মেহেরপুরে জেলার দ্বি-বা‌র্ষিক সম্মেলনে প্রস্তুতি এবং সভা বিশেষ সভা আয়োজন করা হয়েছে।
প্রস্তুতি এবং সভা বিশেষ সভা অনুষ্ঠানে মেহেরপুর জেলা বিএনপি আহবায়ক আলহাজ্ব জাভেদ মাসুদ মিল্টনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন জেলা বিএনপি সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসান, বিশেষ সভা অনুষ্ঠানে এই সময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইলিয়াস হোসেন,
আলমগীর খান ছাতু, আনছার উল হক, খাইরুল বাশার, জাকির হোসেন, আবু সালেহ নাসিম, রোমানা আহম্মেদ, রেজাউল হক, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মশিউর রহমান, সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক ফয়েজ মোহাম্মদ, সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম,গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালু, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল বিশ্বাস,
গাংনী পৌর বিএনপি’র সভাপতি মকবুল হোসেন মেঘলা, সাধারণ শাহিদুল ইসলাম। মেহেরপুর
পৌর বিএনপির সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এহান উদ্দিন মনা,সহ জেলার বিএনপি নেতাকর্মী উপস্থিত ছিলেন,

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন