
মেহেরপুরে প্রচন্ড শীতে দিনমজুর মানুষদের খড়কুটো জ্বালিয়ে শীত নীবারনের চেষ্টা
মেহেরপুর জেলা সংবাদদাতা/৫জানুয়ারি-২০২৬খ্রি.: মেহেরপুরে প্রচন্ড শীতে নিম্নবিত্ত খেটে খাওয়া দিনমজুর মানুষসহ পশু পাখিদের কষ্ট অনুভূত লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশের মধ্যে সবচেয়ে ছোট জেলা এবং সীমান্ত ঘেষা মেহেরপুর জেলা। জেলায় গত দুইদিন থেকে সূর্যের মুখ দেখা যায়নি এবং মাঝে মাঝে হিমেল হাওয়া বয়ে যাচ্ছে। হাড় কাঁপানো শীতে খেটে খাওয়া মানুষ বাহিরে এবং কৃষি কাজের জন্য ক্ষেত খামারে যেতে পারছে না। খড়কুটো জ্বালিয়ে কিছুক্ষণের জন্য হলেও শীত নিবারন করার চেষ্টা করছে কৃষকরা। ছোটখাটো যানবাহন অটো রিক্সা, নসিমন, করিমন, ভ্যান, রিক্সা, ব্যাটারি চালিত যানবাহন যাত্রী না পাওয়ার কারণে বেকার হয়ে পড়েছে দিন আনা দিন খাওয়া এই মানুষগুলি।
সোমবার ৫জানুয়ারি-২৬ আবহাওয়া অফিস জানিয়েছেন, মেহেরপুরে সর্বনিম্ন ৯° ডিগ্রি তাপমাত্রায় নেমে এসেছে। গরম কাপড় বা কম্বল সরকারিভাবে স্থানীয় ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন, মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পক্ষ থেকে অল্প কিছু কম্বল বিতরণ করা হয়েছে। চাহিদার ছাড়া অপ্রতুল হিসাবে তিনি মনে করেন। নির্বাচনের কারণে আচরণ বিধির মধ্যে পড়বে সেই হিসাবে বিভিন্ন রাজনৈতিক দলগুলো গরম কাপড় বা কম্বল বিতরণ থেকে বিরত আছেন বলে জানিয়েছেন। তাই গরম কাপড় প্রত্যাশী সাধারণ দিনমজুর মানুষদের এই প্রচন্ড শীতে কপালে চিন্তার ভাঁজ।

