মেহেরপুরে পেশাজীবী সংগঠনের উদ্যোগে বিএনপি’র ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের পেশাজীবী সংগঠনের উদ্যোগে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(৩০ডিসেম্বর-২৪) বিকাল সাড়ে ৪টায় কাথুলী রোডেস্থল নিজস্ব হলরুমে সম্মিলিত পেশাজীবী সাংগঠনে আহবায়ক নাজমুল হোসেন আলোচনা সভায় সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাবেদ মাসুদ (মিল্টন) আহবায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মেহেরপুর জেলা।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জাকির হোসেন মহাসচির শিক্ষক পরিষদ ঐক্যজোট ঢাকা, আহবায়ক জেলা বিএনপি। আমিরুল ইসলাম সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজিবনগর, প্রফেসর ফয়েজ আহমেদ ছয়উদ্দিন ডিগ্রী কলেজ মেহেরপুর, অ্যাডভোকেট কামরুল হাসান সদস্য সচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মেহেরপুর জেলা, অ্যাডভোকেট আব্দুল আলিম সদস্য সচিব সম্মিলিত পেশাজীবী পরিষদ, আলমগীর খান ছাতু সাবেক সিনিয়র সহ-সভাপতি জেলা বিএনপি, ওমর ফারুক (লিটন), সাবেক সহ-সভাপতি জেলা বিএনপি, হাফিজুর রহমান (হাপি), সাবেক ছাত্রদলের নেতা, ইলিয়াস হোসেন তৃতীয় শ্রেণীর কর্মচারী ঐক্য পরিষদের সহ-সভাপতিসহ আরো স্থানীয় নেতা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।