
মেহেরপুর সংবাদদাতা
২৩ /১২/২৫
মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর মুজিবনগর বাইপাস সড়কে ঘন কুয়াশার কারণে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে লিজন (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার আপন মামা প্রবাসফেরত রকিবুল ইসলাম গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল আনুমানিক ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত লিজন মোনাখালী গ্রামের মফিজুল ইসলামের ছেলে। আহত রকিবুল ইসলাম চকশ্যামনগর গ্রামের শামসুলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, খুব সকালে ঘটনাটি ঘটায় কেউ সরাসরি দেখেনি। তবে স্থানীয় লোকজনের ধারণা, ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই লিজনের মৃত্যু হয়। নিহত লিজনের মরদেহ ময়নাতদন্তের জন্য মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
আহত রকিবুল ইসলামকে স্থানীয় লোকজন উদ্ধার করে প্রথমে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসকরা তার অবস্থা গুরুতর দেখে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ট্রাকটি শনাক্তের চেষ্টা চালাচ্ছে।

