Home » মেহেরপুরে জামায়াতের উদ্যোগে আগামী ১৯শে জুলাই মহাসমাবেশ কে স্বাগত জানিয়ে মিছিল অনুষ্ঠিত

মেহেরপুরে জামায়াতের উদ্যোগে আগামী ১৯শে জুলাই মহাসমাবেশ কে স্বাগত জানিয়ে মিছিল অনুষ্ঠিত

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
55 ভিউস

মেহেরপুর জেলা সংবাদদাতা
১৬/০৭/২৫

মেহেরপুরে জামায়াতের উদ্যোগে আগামী ১৯শে জুলাই ঢাকা সরোয়াদি উদ্যানে মহাসমাবেশ কে স্বাগত জানিয়ে মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৈকাল সাড়ে ৫ টার সময় মেহেরপুর কোট চাত্তর থেকে শুরু হয়ে বড় বাজার পর্যন্ত গিয়ে শেষ হয়। এই মিছিলে অংশগ্রহণ করেন মেহেরপুর জেলা জামায়াতের জেলা সেক্রেটারি ইকবাল হুসাইন, জেলা নায়েবে আমীর মাওলানা মহাবুব উল আলম, সদর উপজেলা আমীর মাওলানা সোহেল রানা, মেহেরপুর পৌর আমীর সোহেল রানা ডলার, সদর উপজেলা সেক্রেটারি জাব্বারুল ইসলাম, এ সময় জামায়াতে নেতাকর্মীরা এই মিছিলে অংশগ্রহণ করেন। মিছিল শেষ সংক্ষিপ্ত বক্তব্যই প্রধান অতিথি বলেন আগামী নির্বাচন কেউ যদি মনে করে আওয়ামী লীগের মতন দিনের ভোটে রাত্রে করব তাহলে সেটা স্বপ্নই রয়ে যাবে। সরকারকে বলবো ন্যায় এবং ইনসাফ ভিত্তিক ও ফ্রী ফেয়ার ইলেকশন চাই।আগামী ২৯ শে জুলাই মহাসমাবেশে মেহেরপুর সহ সারা বাংলাদেশের তৌহিদী জনতা অংশগ্রহণ করবে।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন