Home » মেহেরপুরে জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস-২০২৩ পালিত  

মেহেরপুরে জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস-২০২৩ পালিত  

কর্তৃক Md. Sohel Rana
982 ভিউস

মেহেরপুরে জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস-২০২৩ পালিত  

বিশেষ প্রতিনিধি; মোঃ আসাদুজ্জামান খান: মেহেরপুরে জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস-২০২৩ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(৬অক্টোবর-২৩) সকাল ১০ঘটিকার সময় মেহেরপুরে জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস-২০২৩ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ বছরের প্রতিপাদ্য বিষয় ছিল, “জন্ম ও মৃত্যু নিবন্ধন করি, নাগরিক অধিকার নিশ্চিত করি” সেই লক্ষ্যে, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক, মোঃ শামীম হোসেনের নেতৃত্ব একটি র‍্যালিটা পাবলিক লাইব্রেরি চত্বর থেকে শুরু করে বাদ্যের তালে তালে মেহেরপুর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এসে শেষ হয়।

র‍্যালিতে অন্যদের মধ্যে মেহেরপুর সদরের-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সুপার ডাঃ জমির মোঃ হাসিবুস সাত্তার, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুল করীম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ ইয়ারুল ইসলাম, পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস ছামাদ বাবলু বিশ্বাস, মেহেরপুর ইসলামিক ফাউণ্ডেশনের উপ-পরিচালক এজেএম সিরাজুম মনির, বাড়াদী ইউনিয়নের চেয়ারম্যান মোমিনুল ইসলাম, শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমান, আমদহ ইউনিয়নের চেয়ারম্যান রওশন আলী টোকন, বুড়িপোতা ইউনিয়নের সচিব সানোয়ার হোসেন সানু প্রমুখ উপস্থিত ছিলেন।

পরবর্তীতে স্হানীয় সরকার বিভাগের, উপ-পরিচালক মোঃ শামীম হোসেনের সভাপতিত্বে, জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন, মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সুপার ডাঃ জমির মোঃ হাসিবুস সাত্তার, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুল করীম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ ইয়ারুল ইসলাম, পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস ছামাদ বাবলু বিশ্বাস, মেহেরপুর পৌরসভার কাউন্সিলর আল মামুন, পিরোজপুর ইউনিয়নের সচিব আজিমউদ্দিন, বুড়িপোতা ইউনিয়নের সদস্য আলমগীর হোসেন লাল্টু, পিরোজপুর ইউনিয়নের সদস্য ইস্কান্দার মোহাম্মদ বিপ্লব, আমঝুপি ইউনিয়নের হিসাব সহকারি রাজিয়া সুলতানা, গ্রাম পুলিশ সুলতান আহমদ প্রমুখ।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
1

রিলেটেড পোস্ট

মতামত দিন