Home » মেহেরপুরে জাতীয় কবিতা পরিষদের কবিতা উৎসব-২৫ অনুষ্ঠিত

মেহেরপুরে জাতীয় কবিতা পরিষদের কবিতা উৎসব-২৫ অনুষ্ঠিত

কর্তৃক Md. Sohel Rana
32 ভিউস

মেহেরপুরে জাতীয় কবিতা পরিষদের কবিতা উৎসব-২৫ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক; এম. সোহেল রানা: মেহেরপুরে জাতীয় কবিতা পরিষদের কবিতা উৎসব-২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩জানুয়ারি-২৫) বিকেলে জাতীয় কবিতা পরিষদ মেহেরপুর জেলা শাখার আয়োজনে জেলা কবিতা উৎসব-২০২৫ মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতীয় কবিতা পরিষদ মেহেরপুর জেলা শাখার সভাপতি নূর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহানা ফেরদৌস লিপির সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। 

অতিথিসহ দর্শকদের একাংশ

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জাতীয় কবিতা পরিষদ কেন্দ্রীয় কমিটির আহবায়ক কবি মোহন রায়হান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় জাতীয় কবিতা পরিষদের নির্বাহী সদস্য কবি আসাদ কাজল, কবি কামরুজ্জামান৷

সম্মনিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,  সূর্যোদয় আবৃত্তি সংসদের সভাপতি প্রফেসর মোঃ রফিকুল ইসলাম। উপদেষ্টা অধ্যাপক আব্দুল মজিদ, ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বরের সভাপতি এ্যাড. আনোয়ার হোসেন, মেহেরপুর সাহিত্য পরিষদের সভাপতি রকিবুল হাসান রিপন, উৎসব উদযাপন কমিটির আহবায়ক বাকা বিল্লাহ, বিশেষভাবে উপস্থিত ছিলেন জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব চান্দু, মেহেরপুর প্রেসক্লাবে সাবেক সাধারণ সম্পাদক রফিকুল আলম, দৈনিক আমাদের সূর্যোদয় পত্রিকার প্রকাশক ও সম্পাদক আবুল কাশেম অনুরাগী।

শিল্পীগণ সংগীত পরিবেশন করছে।

অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন, কবি মেহের আমজাদ, কবি শাহিন খানঁ, কবি এসএমএ মান্নান, কবি সাদিকুজ্জামান খান সেন্টু, কবি রফিকুল ইসলাম, কবি বদরুদ্দোজা বিশ্বাস, কবি আবু লায়েছ লাবলু, কবি ম,গোলাম মোস্তফা, কবি শফিকুর রহমান সেন্টু, দিলারা জাহান, এম. সোহেল রানা, বাকা বিল্লাহ প্রমুখ। সংগীত পরিবেশন করেন, শিল্পী আসাদুল ইসলাম খোকন, উবাইদুর রহমান, কাকলী, শিল্পী এম.সাইদুর রহমান, সোনিয়া, সামারুল ইসলাম, লাইলী শাহ প্রমুখ।নৃত্য পরিবেশন করেন, অহনা।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন