মেহেরপুরে কিশোরকন্ঠের জাতীয় পাঠ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ
নিজস্ব সংবাদদাতা: মেহেরপুরে কিশোর কন্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় পাঠ প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(৭ডিসেম্বর-২৪) বিকাল সাড়ে ৩টার সময় মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের নিজস্ব হলরুমে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, মোঃ আবু রাহান কিশোর কন্ঠ ফাউন্ডেশন নির্বাহী সদস্য মেহেরপুর।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ সাখাওয়াত হোসেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশন চেয়ারম্যান মেহেরপুর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরকন্ঠ ফাউন্ডেশনের সাবেক চেয়ারম্যান আল-আমিন হোসেন (বকুল), মোহাম্মদ ইকবাল হুসাইন সাবেক চেয়ারম্যান কিশোরকন্ঠ মেহেরপুর, আব্দুস সালাম ভাইস চেয়ারম্যান কিশোরকন্ঠ ফাউন্ডেশন মেহেরপুর।
অনুষ্ঠান পরিচালনা করেন সাইদুর রহমান সাধারণ সম্পাদক কিশোরকন্ঠ ফাউন্ডেশন মেহেরপুর। এ সময় শতাধিক প্রতিযোগিতার মাঝে ২০জন বিজয়ীদের পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।