Home » মেহেরপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত

মেহেরপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত

কর্তৃক Md. Sohel Rana
610 ভিউস
  • মেহেরপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতা

নিজস্ব প্রতিবেদকঃ মহান বিজয় দিবস উপলক্ষ্যে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

নৌকা বাইচ প্রতিযোগীতার একাংশ

মঙ্গলবার (১৩ডিসেম্বর-২২) বিকাল ৩টার সময় সদর উপজেলার থানার ঘাটের ব্রিজ থেকে যাদবপুর ব্রিজ পর্যন্ত ভৈরব নদীতে নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

নৌকা বাইচ প্রতিযোগিতায় মেহেরপুর সদর উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন, পর্যায়ক্রমে অংশগ্রহণকারী ইউনিয়নগুলোর নাম হলো- বুড়িপোতা  ইউনিয়ন, কুতুবপুর ইউনিয়, আমদাহ  ইউনিয়ন, পিরোজপুর ইউনিয়ন, বারাদি ইউনিয়ন।

  • নৌকা বাইচ প্রতিযোগিতা দেখার জন্য সদর উপজেলার আশেপাশে গ্রামের লোকজন উপভোগ করতে আসেন।

মঙ্গলবার সন্ধ্যায় মেহেরপুর ভৈরব নদীর কিনারে নৌকা বাইচ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন- পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আব্দুস সালাম।

মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ওবায়দুল্লাহ’র সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অন্যদের মধ্যে মেহেরপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য মুকবুল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম , সদর থানার ওসি রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আবুল হাশেম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, আমদহ ইউনিয়নের চেয়ারম্যান আনারুল ইসলাম, আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চুন্নু, বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহ জামান, কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম রেজা, বারাদি ইউনিয়নের চেয়ারম্যান মমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন