
মুজিবনগর সংবাদদাতা
(২৭/০৫/২৫):
মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দবাস সীমান্ত দিয়ে নারী ও শিশু সহ ৩০ জনকে বাংলাদেশে পুশ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আসা আসা এসব নারী, পুরুষ ও শিশুদের নেওয়া হয়েছে মুজিবনগর থানা পুলিশের হেফাজতে। আজ মঙ্গলবার ভোরে সীমান্তের কাটাতারের গেট খুলে তাদেরকে জোরপূর্বক বাংলাদেশের দিকে ঠেলে দেওয়া হয়।
আটক হওয়াদের মধ্যে ৭ জন পুরুষ, ৮ জন নানী এবং ১৫ জন শিশু রয়েছে। আটকৃতদের কয়েকজন জানান তাদের অধিকাংশের বাড়ি কুমিল্লা জেলায়। অবৈধভাবে তারা বিভিন্ন সময়ে ভারতে যায়। কিছুদিন আগে ভারতীয় পুলিশ তাদেরকে আটক করে বিএসএফ এর কাছে হস্তান্তর করে। পরে আজ ভোরে বিএসএফ তাদেরকে নিয়ে আসে মুজিবনগরে সোনাপুর সীমান্তে। সেখানে আনন্দবাস সিমান্তের ১০১নং পিলারের কাছে ২০ নং গেট দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেয় ভারতীয় সিমান্তরক্ষী বাহিনী বিএসএফ । বিজিবি তাদের আটক করে মুজির নগর থানয় হস্তান্তর করে। মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ৩০ জনই বাংলাদেশী বলে দাবি করেছেন। তবে তাদের কাছে জাতীয় পরিচয়পত্র না থাকায় বাংলাদেশী কি না তা নিশ্চিত হওয়া যাচ্ছে না। তাদের দেওয়া পরিচয় যাচাই করার পর তাদের বিষয়ে আইনানুগ সিদ্ধান্ত গ্রহণ করা হবে। মুজিবনগর সীমান্তের গ্রামের সাধারণ মানুষের ভেতরে আতঙ্ক বিরাজ করছে বলে জানান এলাকাবাসী।