- শোক সংবাদ
- মেহেরপুরের গাংনী উপজেলার জামায়াতে ইসলামীর সাবেক আমীরের ইন্তেকাল।
- মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা তাজউদ্দিন খান শোক বার্তা
মেহেরপুর জেলা সংবাদদাতা: মেহেরপুরের গাংনী উপজেলা ধানখোলা ইউনিয়ন সাবেক আমীর ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারি শিক্ষক আব্দুস সাত্তার ইন্তেকাল করায় মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা তাজউদ্দীন খান গভীর শোক প্রকাশ করেছেন।
বৃহস্পতিবার (১৬জানুয়ারি-২৫) পারিবারিক সূত্রে জানা যায়, তিনি কয়দিন ধরে অসুস্থ ছিলেন পরবর্তীতে স্টোক জনিত কারণে গতকাল নিজ বাড়িতে তিনি সকাল সাড়ে ৬টার সময় মৃত্যুবরণ করেন। তিনি মৃত্যু কালে বয়স হয়েছিল ৭১ বছর। নিজগ্রাম ধানখোলা ইউনিয়নের আড়পাড়া গ্রামে মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি রোক লাভ করেন ১৪/১২/১৯৮৯ সালে। তিনি ধানখোলা ইউনিয়নের আমীর হিসাবে দায়িত্ব পালন করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ৬ছেলে ৩মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেলেন। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার সময় আড়পাড়া ফুটবল মাঠে জানাজার নামাজ শেষ নিজ গ্রামের পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হয়।
জানাজার নামাজে উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা জামায়াতে ইসলামের আমীর মাওলানা তাজউদ্দিন খান, জেলা সেক্রেটারি ইকবাল হুসাইন, মুজিবনগর উপজেলা আমীর মাওলানা খান জাহান আলী, গাংনী উপজেলা আমীর মাওলানা রুহুল আমিন, এবং গাংনী উপজেলার বিভিন্ন ইউনিয়ন আমীরগণ ও সুধীজনসহ জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।