Home » মেহেরপুরের গাংনীর চরগোয়াল গ্রামে মুূদি দোকানের সামনে থেকে দু’টি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার

মেহেরপুরের গাংনীর চরগোয়াল গ্রামে মুূদি দোকানের সামনে থেকে দু’টি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
18 ভিউস

মেহেরপুর গাংনী সংবাদদাতা
২৩/০৯/২৫
মেহেরপুরের গাংনীর উপজেলার মটমুড়া ইউনিয়নের চরগোয়াল গ্রামে দু’টি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ। আজ সকাল ৬ টার দিকে ওই গ্রামের ক্লাব বাজার সংলগ্ন একটি মুদি দোকানের সম্মুখ থেকে লাল রংয়ের বোমা সাদৃশ্য বস্তু দুটি উদ্ধার করে। বোমা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন কুমারীডাঙ্গা পুলিশ ক্যাম্পের দায়িত্বরত এসআই কামরুজ্জামান।
পুলিশ জানায়, স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে চরগোয়াল গ্রামের ক্লাব বাজারের রহিদুল সুপার মার্কেটের কামরুজ্জামান লিপুর মুদি দোকানের সামনে ঝাড়ু দিতে গেলে তার স্ত্রী লাল রংয়ের দুটি বোমা দেখতে পান। বোমার বিষয়ে আমাদের কাছে মোবাইলে জানানোর পর আমরা বোমা দুটিকে পানি ভর্তি বালতিতে রাখা হয়েছে। বোমার খবর ছড়িয়ে পড়লে গ্রামে বোমা আতংক বিরাজ করছে। এর মাস খানেক আগেও উক্ত গ্রামের একটি দোকানের সামনে বোমা রেখেছিল দুর্বৃত্ততারা। গাংনী থানার অফিসার ইনচার্জ বানী ইসরাইল বলেন, চরগোয়াল গ্রামের দোকানের সামনে থেকে বোমা রাখার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। ইতোমধ্যে বোমা দুটিকে পানিতে রাখা হয়েছে।
আকতারুজ্জামান
মেহেরপুর জেলা সংবাদদাতা
০২৭১৯ ৮১৭৫৪৪

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন