
মেহেরপুর জেলা সংবাদদাতা
(১৭/০৫/২৫):
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ৭ দফা দাবি বাস্তবায়ন, ঢাকার মহাসমাবেশ সফল করার আহ্বান এবং গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগ কর্তৃক এনসিপির গাড়ি বহরে হামলার প্রতিবাদে মেহেরপুরের গাংনীতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী।
আজ বৃহস্পতিবার বাদ আসর বৃষ্টির মধ্যেও এই কর্মসূচি পালন করেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।
মিছিল থেকে ফ্যাসিবাদ বিরোধী কঠোর স্লোগান দেয়া হয়।
মিছিলটি গাংনী মডেল প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ডে গিয়ে সমাবেশের মধ্য দিযয়ে শেষ হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা জামায়াতের আমীর রবিউল ইসলাম, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য নাজমুল হুদা ও গাংনী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলমসহ নেতৃবৃন্দ।এ সময় গাংনী উপজেলায় জামায়াতের মিছিলে নেতাকর্মীরা উপস্থিত হন।