Home » মুজিবনগর রশিকপুরে ভৈরব নদের সুইজগাটে গোসলে নেমে ২ যুবক মৃত্যু মরদেহ উদ্ধার

মুজিবনগর রশিকপুরে ভৈরব নদের সুইজগাটে গোসলে নেমে ২ যুবক মৃত্যু মরদেহ উদ্ধার

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
36 ভিউস

মুজিবনগর সংবাদদাতা
২০/১০/২৫
মেহেরপুর মুজিবনগর উপজেলা রশিকপুরে ভৈরব নদের সুইজগাটে গোসলে নেমে ২ যুবক মৃত্যু মরদেহ উদ্ধার । এলাকার সূত্রে জানা যায় আজ সোমবার আনুমানিক দেড়টার সময় এ ঘটনা ঘটে। নিখোজ ২ যুবক হলেন- মেহেরপুর সদর উপজেলার আমদহ গ্রামের মাহির হোসেনের ছেলে কোৗশিক (২০) এবং টেংরামারি গ্রামের হান্নান শেখের ছেলে নিলয় হোসেন ২০ দুই বন্ধ শখের বশে আবেগের তাড়নায় গোসল করতে নামলে প্রচন্ড গতি স্রোতের বেগে ভেসে যাই বলে এলাকাবাসী জানিয়েছেন। তবে মুজিবনগর ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন নিখোঁজ এই দুই যুবককে খুঁজে পাওয়ার সর্বোচ্চ চেষ্টা করবেন। তবে কুষ্টিয়ায় থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি একটি টিম মেহেরপুরে মুজিবনগর রশিকপুরে ভৈরব নদের দীর্ঘ ৪ ঘণ্টা পর দুই যুবকের মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের ডুবুরী দল। মুজিবনগর থানা পুলিশ জানিয়েছেন মরদেহ সরকারের আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাদের স্বজনদের হাতে মরদেহ হস্তান্তর করা হবে। উদ্ধারের কথা এলাকায় পৌঁছালে এলাকায় নেমে আসে।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন