Home » মুজিবনগর বাগোয়ান ভোট কেন্দ্র ও বুথ কমিটি সদস্যদের সম্মেলন

মুজিবনগর বাগোয়ান ভোট কেন্দ্র ও বুথ কমিটি সদস্যদের সম্মেলন

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
57 ভিউস

মুজিবনগর সংবাদদাতা
১৩/০৮/২৫

মুজিবনগর বাগোয়ান ভোট কেন্দ্র ও বুথ কমিটি সদস্যদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ মেহেরপুর জেলা মুজিবনগর উপজেলায় জামায়াতের সম্মেলনের সভাপতিত্ব করেন বাগোয়ান ইউনিয়ন আমীর মাওলানা ফারুক হোসেন, অনুষ্ঠান পরিচালনা করেন বাগওয়ান ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হাফিজুর রহমান। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা আমীর ও মেহেরপুর ১ আসন জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব মাওলানা তাজউদ্দিন খান, বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা জামায়াতের আমীর মাওলানা খান জাহান আলী, সেক্রেটারি খাইরুল বাশার, শ্রমিক কল্যাণ ফেডারেশন মুজিবনগর উপজেলা সভাপতি ফজলুল হক কাজী, পেশাজীবী সংগঠনের সভাপতি জনাব মোশারফ হোসেন, উপজেলা যুব বিভাগের সভাপতি জনাব আমির হোসেন, এ সময় ইউনিয়ন জামায়াতের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বলেন আগামী সংসদীয় আসনে শক্তিশালী ভোট কেন্দ্র ও বুথ কমিটি করতে পারলে কোন শক্তি বা কোন দল এককভাবে সীল মেরে বাক্স বোঝায় করতে পারবে না। এজন্য আমাদের দাবি আগামী ইলেকশনে আইনশৃঙ্খলা বাহিনী এবং ভোটাররা সচেতন থাকলে তবেই সম্ভব ফ্রী, ফেয়ার ইলেকশন করা।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন