
মুজিবনগর সংবাদদাতা
০৭/০৪/২৫
ফিলিস্তিনে ইসরাইলি বর্বরতা ও গণহত্যা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে মুজিবনগর উপজেলার তৌহিদী জনতা।
সোমবার (০৭ এপ্রিল) বিকাল ৫ টার সময় মুজিবনগর উপজেলা রামনগর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গন থেকে ইসরাইল বর্বরতা ও গণহত্যা বন্ধের দাবিতে ফিলিস্তিনের আপামর মুসলমানদের সাথে একাত্মতা ঘোষণা করে উপজেলা তৌহিদী জনতা এক বিশাল বিক্ষোভ মিছিল বের করে বিক্ষোভ মিছিলটি মুজিবনগর মেহেরপুর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেদারগঞ্জ বাজারের এক বিশাল মানববন্ধন করে।তৌহিদী জনতার ডাকে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে অংশগ্রহণ করেন দেশের বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠনের জেলা উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, মুজিবনগর উপজেলা জামায়াতের আমীর মাওলানা খান জাহান আলী,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ,উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা ফিরাতুল ইসলাম নাইম, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক খাইরুল বাসার, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আবু তালহা , মুজিবনগর উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক আব্বাস উদ্দীন, মেহেরপুর জেলা ইসলামিক আন্দোলনের যুব বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক শাওন শেখ।
মুজিবনগর উপজেলা আমীর মাওলানা খানজাহান আলী বলেন যে, দোকানগুলোতে ইসরাইল পণ্য বিক্রি করা হয় সেই দোকান গুলো তে ইসরাইল পণ্য বিক্রির নিষিদ্ধ ঘোষণা করছি এরপরেও যদি কোন দোকানে ইসরাইলি পণ্য বিক্রি করা হয় তাহলে সেই দোকান সিল করে বন্ধ করে দেওয়ার দাবি জানাচ্ছি।