
মুজিবনগর সংবাদদাতা
(০১/০৮/২৫):
মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহত অষ্টম শ্রেণির ছাত্রী মাহিয়া তাসনিমের সমাধিতে শ্রদ্ধাজ্ঞলি জ্ঞাপন করেছেন বিমান বাহিনীর সদস্যরা। আজ দুপুরে মেহেরপুরের মুজিবনগরের জয়পুর গ্রামে মাহিয়া তাসনিমের নানার বাড়িতে শোকার্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন তারা।
বিমান বাহিনী প্রধানের প্রতিনিধি হিসেবে উইং কমান্ডার রেহানা ও স্কোয়াড্রন লিডার ইকতিয়ার হোসেনসহ অন্যান্য সদস্যরা তাসনিমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
মাইলস্টোন স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী চুয়াডাঙ্গার প্রয়াত প্রকৌশলী মোহাম্মদ আলীর মেয়ে তাসনিম অগ্নিদদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৪ জুলাই মৃত্যুবরণ করে। মুজিবনগরের জয়পুর গ্রামে নানার বাড়ির গ্রামের কবরস্থানে দাফন করা হয়।
মাহিয়া তাসনিম মায়ার নানা নজরুল ইসলাম বলেন, বিমান বাহিনীর একটি দল আমাদের পরিবারের সাথে সাক্ষাৎ করেছে। পরবর্তীতে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে তারা।
মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ মন্ডল বলেন, সরকারি কোনো সিদ্ধান্ত মোতাবেক তাদের সহযোগিতার জন্য সর্বদা পাশে থাকবে উপজেলা প্রশাসন।