মেহেরপুর চিত্র’র শুক্রবারের সাহিত্য পাতা-
ভাইরে বলি কল্লাদে
-মুহম্মদ মহসীন, মেহেরপুর।
বিবেক বুঝি পালিয়ে গেছে
আবেগ গেছে চিল্লাতে
আমরা আজ বিভক্ত সব
থাকিনা তাই মিল্লাতে।
আপন চেয়ে দলটি বড়
ভাইকে বলি কল্লাদে
নীতির ঘরে বাস করছে
হয়তো কোন জল্লাদে।
এমন করে যাচ্ছেরে দিন
পারলে ওরে হল্লাদে
নয়লে ওরে গাছ তলাতে
মানুষ ডেকে ছল্লাদে।
-মুহম্মদ মহসীন, ছড়াকার, সাংবাদিক, সংগঠক, মেহেরপুর।