বৃহত্তর ময়মনসিংহ কল্যাণ সমিতির মুখপত্র পুস্তিকা “ব্রহ্মপুত্র”-এর মোড়ক উন্মোচন ও সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক: বৃহত্তর ময়মনসিংহ কল্যাণ সমিতির মুখপত্র পরিচিতি পুস্তিকা “ব্রহ্মপুত্র” এর মোড়ক উন্মোচন সংবর্ধনা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৪ফেব্রুয়ারি-২৫) সন্ধ্যা ৭.০০ ঘটিকায় বৃহত্তর ময়মনসিংহ কল্যাণ সমিতি খুলনার আয়োজনে হোটেল এম্বাসেডর হলরুমে বৃহত্তর ময়মনসিংহ কল্যাণ সমিতির মুখপত্র পরিচিতি পুস্তিকা “ব্রহ্মপুত্র”-এর মোড়ক উন্মোচন সংবর্ধনা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ জুবায়েদ হোসেনের সঞ্চালনায় ড. খন্দকার আনিসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আব্দুল্লাহ পিইঞ্জ (অবঃ)। এছাড়াও উপস্থিত ছিলেন, সমিতির সাধারণ সম্পাদক নার্গিস ফাতেমা জামিন। অনুষ্ঠানে নিজ নিজ কর্মদক্ষতায় পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের বৃহত্তর ময়মনসিংহ কল্যাণ সমিতির পক্ষ থেকে ক্রেস্ট প্রদান ও ফুলেল শুভেচ্ছায় অভিনন্দিত করা হয় যথাক্রমে- প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান পরিচালক ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) খুলনা বিশ্ববিদ্যালয়, প্রফেসর ড. মোহাম্মদ সুলতান মাহমুদ, ডীন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদ এবং পরিচালক (ছাত্র কল্যাণ) খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, প্রফেসর ড.শামীম আহমেদ কামাল উদ্দীন, ট্রেজারার, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, মোঃ জুবায়েদ হোসেন সহকারী প্রধান শিক্ষক মোংলা বন্দর মাধ্যমিক বিদ্যালয়, মোংলা বন্দর কর্তৃপক্ষ, মোংলা বাগেরহাট। বদলি জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়- আফরোজা খান মিতা, আঞ্চলিক পরিচালক প্রত্নতত্ত্ব অধিদপ্তর খুলনা ও চাকুরী থেকে অবসর জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয় প্রফেসর ড. মোঃ কুতুব উদ্দীন অধ্যাপক, যন্ত্রকৌশল বিভাগ, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এছাড়াও খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়সহ খুলনার বিভিন্ন সরকারী বিভাগ ও দপ্তরে সদ্য আগত বৃহত্তর ময়মনসিংহের অন্যান্য সদস্যদের সমিতির পক্ষ থেকে ফুলদিয়ে বরণ করে নেয়া হয়। পরে সমিতির উপদেষ্টা প্রকৌশলী আব্দুল্লাহ পিইঞ্জ’র সৌজন্যে নৈশভোজের আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি যাদের উপস্থিতি ও আন্তরিক সহযোগিতায় অনেক বর্ণাঢ্য ও জমকালো হয়েছিলো তাঁরা হলেন- প্রকৌশলী মোঃ আব্দুল্লাহ পিইঞ্জ, প্রফেসর ড.খন্দকার আনিসুল হক, প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান, প্রফেসর ডঃ শামীম আহমেদ খান, প্রফেসর ড.মোহাম্মদ কুতুব উদ্দিন, এআরএম ডক্টর জামাল উদ্দিন জামালি, ডঃ মুহাম্মদ আসাদুজ্জামান, ডঃ মুহাম্মদ আশরাফুল ইসলাম, প্রফেসর ডক্টর আশিস বর্মন, প্রফেসর ডঃ মোঃ সুলতান মাহমুদ, ডঃ মুহাম্মদ আশিকুল আলম, নাসির জাহাঙ্গীর, শেখ মোখলেসুর রহমান পারভেজ, সাজ্জাদুল ইসলাম জেবা, ফিরোজ রহমান, এনামুল কবির হীরা, মোঃ মোবারক হোসেন, মোঃ শামসুল আলম, মোঃ খোদাবক্স, মোঃ নজরুল ইসলাম খান, নার্গিস ফাতেমা জামিন, সৈয়দ জাকারিয়া বুলবুল, শাহজাহান সিরাজী, আব্দুল হালিম, মোহাম্মদ আল-আমিন, রায়হান সোবহান, মোঃ মনোয়ার কাউসার, এম এ কাইয়ুম, মোঃ গুলজারুল হক, মোঃ জুবায়েদ হোসেন, মোঃ জাহাঙ্গীর হোসেন প্রমুখ।