শুক্রবারের সাহিত্য পাতা
বিষন্ন বিকেলে
-এস এম মাসুদ রানা; ময়মনসিংহ।
একদিন হেমন্তের বিষন্ন বিকেলে
হৃদপিন্ডটা ঈশ্বরের কাছে দিয়ে
ঘুমিয়ে যাবো হেলেঞ্চা ঝোপে।
সেইদিন তুমি দক্ষিণের জানালার পাশে
ধুলোমাখা স্মৃতির পাতার ভাঁজে
শুধু আমাকেই খোঁজবে।
তোমার কঠিন নিঃশ্বাসের গভীরে
অযত্নে লুকিয়ে থাকবে
আমার হলুদ রাঙা বিকেল।
অথচ তোমার ক্লান্ত চোখের লেন্সে
আছড়ে পড়বে উড়ন্ত কুয়াশার
পাথরচাপা একাকীত্বের আর্তনাদ।
তবুও তুমি কাঁদতে পারবে না
আমার নাম ধরে,
কারন আমি যে অতীত তোমার।
-এস এম মাসুদ রানা, ময়মনসিংহ।