“মেহেরপুর চিত্র”র বিজয় উল্লাসে সাহিত্য পাতা-
বিজয় তোকে খুঁজে বেড়াচ্ছে!
– মুহম্মদ মহসীন, মেহেরপুর।
বিজয় খুঁজে পাই না কেন
সকিনা তারা আঁচলে
বস্তির শিশু ক্ষুধায় কাঁদে
বেদন ঝরে কাজলে।
শীত বস্ত্রের অভাব নিয়ে
কাঁদছে শিশু বস্তিতে
স্যার বাবুরা বিজয় নিয়ে
খুব যে আছে স্বস্তিতে।
বিজয় তোর বোধ নেই কি
বলতে হবে জবাবে
কোটি পতির সংখ্যা বাড়ে
গরীব কাঁদে অভাবে।
লেখক- মুহম্মদ মুহসীন, কবি, ছড়াকার, মেহেরপুর। ১৫/১২/২০২২ইং।